রহনপুরে ট্রাকের ধাক্কায় সাইকেল চালক নিহত


চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় শাহিন আলম ওরফে বাবু (২২) নামে বাইসাইকেল চালক নিহত হয়েছে। নিহত শাহিন নাচোলের চন্দনা যাদুপুর গ্রামের একরামুল হকের ছেলে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ দিকে রহনপুর পৌর এলাকার চিনিয়াতলায় এ দূর্ঘটনা ঘটে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান,  সকালে শাহিন সাইকেল যোগে নিজ বাড়ি থেকে রহনপুর যাওয়ার পথে পিছন দিক থেকে একটি মালবাহী ট্রাক ধাক্কা দেয় । এতে সে ঘটনাস্থলে আহত হলে স্থানীয়া শাহিনকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
আইনগত ব্যবস্থা নিয়ে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে জানান ওসি মাহবুবুর রহমান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫ জানুয়ারী, ২০২৩