চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭টি ওয়ার্ডে ‘সবুজ ও কমলা’ রঙের ডাস্টবিন বিতরণ


চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় উৎসে বর্জ্য পৃথককরণের লক্ষে সবুজ ও কমলা রঙের ডাস্টবিন বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সম্মেলন কে কর্মসুচির উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার মেডিকেল অফিসার ডা. ওয়ালিউল ইসলাম খাঁন, পৌর সচিব মামুন অর রশীদ, নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র-১ সালেহ উদ্দিন, প্যানেল মেয়র-২ জিয়াউর রহমান আরমান, কাউন্সিলর ইব্রাহীম আলীসহ অন্যরা।
পৌরসভার বর্জ্য ব্যাবস্থাপনা আধুনিকীকরণের লক্ষে উৎস থেকেই পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা পাত্রে সংরণের জন্য সবুজ ও কমলা ডাস্টবিন বিতরণ উদ্যোগ নেয়া হয়। প্রাথমিকভাবে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ টি ওয়ার্ডে ৮ হাজার হোল্ডিং এ সবুজ ও কমলা রঙের ডাস্টবিন প্রদান করা হবে। এই দুই রঙের ডাস্টবিনে পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদাভাবে রাখা হবে। সকালে পৌরসভার কর্মীরা নিয়ে আসবে।
তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতকরণ প্রকল্পের সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫ জানুয়ারী, ২০২৩