চাঁপাইনবাবগঞ্জ উপ নির্বাচন> দুই আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়ন দাখিল
চাঁপাইনবাবগঞ্জ-২ ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপ নির্বাচনে বুধবার আওয়ামী লীগ দলীয় প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেছেন।
সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের পাঠানপাড়াস্থ দলীয় কার্যালয় থেকে একটি মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক একেএম গালিভ খানের কাছে মনোনয়ন পত্র জমা দেন চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের প্রার্থী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ। এ সময় সংসদ সদস্য ডা. সামিল উদ্দীন আহম্মেদ শিমুল, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য শহীদুল হুদা অলক, গোলাম শাহনেওয়াজ অপুসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন দলীয় প্রার্থী আব্দুল ওদুদসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ্ব।
এদিকে, দুপুরে গোমস্তাপুর উপজেলায় জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমানের কাছে মনোনয়ন পত্র জমা দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের দলীয় প্রার্থী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউর রহমান। এ সময় সংসদ সদস্য ডা. সামিল উদ্দীন আহম্মেদ শিমুল, সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদেরসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশিদ ও আমিনুল ইসলাম সংসদ থেকে পদত্যাগ করলে চাঁপাইনবাবগঞ্জ-২ ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন শূন্য হয়। নির্বাচন কমিশন ঘোষিত এই দু’ আসনের উপ নির্বাচনের তফসিল অনুযায়ী আজ বৃহস্পতিবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। ভোট গ্রহণ হবে আগামী ১ ফেব্রুয়ারি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৪ জানুয়ারী, ২০২৩