চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪ হাজার পাতার বিড়ি উদ্ধার


চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে  ৪ হাজার ২শ’ ৮৮ প্যাকেট পাতার বিড়ি, ২ হাজার ৬৪ প্যাকেট কাগজের বিড়ি, ৪৪ বান্ডিল বিড়ির খালি প্যাকেট, ৫৪৯ কেজি বিড়ির মসলা ও  ৪ কেজি তামাক পাতা উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।
চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ব্যাটালিয়ন (৫৯বিজিবি)’র এক বিজ্ঞপ্তিতে জানানো হয়,  বিজিবির নিজেদের তথ্যের ভিত্তিতে রবিবার দিবাগত রাতে চৌকা বিওপির সীমান্ত পিলার ১৭৫ হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাড় চৌকা পুটির বীজ নামক স্থানে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন ৪ হাজার ২শ’ ৮৮ প্যাকেট পাতার বিড়ি, ২ হাজার ৬৪ প্যাকেট কাগজের বিড়ি, ৪৪ বান্ডিল বিড়ির খালি প্যাকেট, ৫শ’ ৪৯ কেজি বিড়ির মসলা, ৪ কেজি তামাক পাতা  ও  ২টি প্লাষ্টিক ড্রাম উদ্ধার করা হয়।
এ ব্যাপারে আইনগত প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬ জানুয়ারী, ২০২৩