বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে সোমবার চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপির ব্যানারে বিকালে এ মিছিল ও সমাবেশের আয়োজন করে। বিক্ষোভ মিছিলটি শহরের সোনার মোড় থেকে বের হয়ে পাশের জেলা স্কুল পর্যন্ত গিয়ে আবারো একই স্থানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য দেন, জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির আহবায়ক ওবায়েদ পাঠান।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি যুগ্ন আহবায়ক হায়াতুর দোলা, জেলা বিএনপির সদস্য ইসমাইল হোসেন, সদর থানা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, বিএনপি নেতা ইমাম হাসান মুকুল, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সারফারাজ শেখ অঙ্গন।
সমাবেশে বক্তারা বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর হামলা-মামলা, অত্যাচার, নির্যাতন, গুম, খুন বন্ধ এবং সরকারকে অবিলম্বে পদত্যাগ করে নিরপে সরকারের অধীনে সকল দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেয়ার জোর দাবি জানান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬ জানুয়ারী, ২০২৩
চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল