সাবেকেই আস্থা- চাঁপাইনবাবগঞ্জে উপ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন জিয়া, ওদুদ



অবশেষে সাবেক সংসদ সদস্যতেই ভরসা রাখলো আওয়ামী লীগ। চাঁপাইনবাবগঞ্জ -২ আসনে জিয়াউর রহমান ও চাঁপাইনবাবগঞ্জ -৩ আসনে আব্দুল ওদুদ নৌকা প্রতিক দেয়া হয়েছে। রোববার রাতে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই ঘোষণা দেন।


জিয়াউর রহমান চাঁপাইনবাবগঞ্জ -২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এছাড়াও তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি। 
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে আব্দুল ওদুদ দু-দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং বর্তমানে তিনি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।

দলীয় সুত্রে জানা গেছে; চাঁপাইনবাবগঞ্জ -২ আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন পেতে ১৯ জন আওয়ামীলীগের নেতা দলীয় মনোনয়ন তুলেছিলেন। ওই আসন থেকে নৌকা প্রতীক পেলেন জিয়াউর রহমান।

অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে আব্দুল ওদদুসহ আরও এক আওয়ামীলীগ নেতা দলীয় মনোনয়ন ফরম তুলেন। এই আসন থেকে নৌকা প্রতীক পেয়েছেন আব্দুল ওদুদ।
বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জিয়াউর রহমান ও আব্দুল ওদুদ নৌকা প্রতীকের মনোনয়ন পাওয়ায় শোডাউন করেন দলটির নেতাকর্মীরা। পরে শোডউন শেষে নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১ জানুয়ারি, ২০২৩