চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের দুই দিন পর আলহাজ (১৩) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হরিশপুরের গুচ্ছগ্রামের একটি সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আলহাজ হরিশপুরের মহালদার পাড়ার বাবুলের ছেলে ও নরেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর শিক্ষার্থী ।
ইউপি সদস্য মো. লালবর আলী জানান, আলহাজ গত ৩০ ডিসেম্বর থেকে নিখোঁজ হয় ছিল। অনেক খোঁজাখুঁজির পর দুপুরে হরিশপুর গুচ্ছগ্রামের একটি সেপটিক ট্যাংকের ভিতরে তার মরদেহ সন্ধান পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর জাহান জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে জেলা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয়েছে। এঘটনায় আইনগত পদপে গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি আলমগীর।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১ জানুয়ারী, ২০২৩
চাঁপাইনবাবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার