চাঁপাইনাববগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ১৪০ পিস ইয়াবাসহ চারজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৫। উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘি আব্দুলপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদরেকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- জেলার শিবগঞ্জ উপজেলার সোনাপুর টিয়াকাঠির মৃত মোজাম্মেল হকের ছেলে পলাশ (২৪), বালিয়াদিঘী কলোনী পাড়ার মৃত হযরত আলীর ছেলে ইউসুফ আলী (৩০), বালিয়া দিঘীর মৃত মনিরুল ইসলামের ছেলে জসিম উদ্দিন (২৫) ও সোনাপুরের মৃত এমাজ উদ্দিনের ছেলে একরামুল হক (৪০)।
র্যাবের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়; র্যাবের একটি আভিযানিক দল বৃহস্পতিবার রাতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৪০ পিস ইয়াবাসহ ৪ জনকে হাতেনাতে আটক করা হয়।
র্যাবের দাবি; আটককৃত আসামীরা এলাকার চিহ্নিত খুচরা মাদক ব্যবসায়ী। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮ জানুয়ারী, ২০২৩
শিবগঞ্জে ইয়াবাসহ ৪ জন আটক