নারায়নপুরের হাজি কাইউমের ১৩ তম মৃত্যুবার্ষিকী আজ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবী, শিানুরাগী আলহাজ্ব আব্দুল কাইউমের ১৩ তম মৃত্যু বার্ষিকী ২৮ জানুয়ারি শনিবার। এই দিন উপলক্ষে নানান কর্মসূচির আয়োজন করেছে তার অনুরাগীরা।
প্রমত্তা পদ্মা নদী বেষ্টিত চরাঞ্চলের এই সমাজসেবীর মৃত্যু বার্ষিকীতে এবছর কর্মসুচি গ্রহণ করা হয়েছে আগামী শনিবার। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা, কোরআন খানি, মসজিদে দোয়া খায়ের, নিজবাড়িতে দুস্থ ও সজনদের মাঝে খাবার বিতরণ ও বিকেলে মিলাদ মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আব্দুল কাইউমের সন্তান সমাজ সেবক ও সাবেক ছাত্র নেতা গোলাম মোস্তফা তার পিতার জন্য দোয়া চেয়েছেন এবং উল্লেখিত কর্মসুচিতে অংশ গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮ জানুয়ারী, ২০২৩