চাঁপাইনবাবগঞ্জে 'গণতন্ত্র হত্যা দিবস' উপলক্ষে বিএনপির সমাবেশ


বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, 'গণতন্ত্র হত্যা দিবস' ও বিএনপি ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিএনপি সমাবেশ করেছে। বুধবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের সন্ধ্যা কমিউনিটি সেন্টারের সমানে
বিােভ  ও সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি।
সমাবেশে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়া, বিএনপি নেতা রফিকুল ইসলাম বুলবুল, আবু তাহের খোকন, তৌহিদুর রহমান মিয়া, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সদস্য সাদিকুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাসান ইমতিয়াজ, জেলা ছাত্রদলের আহ্বায়ক ইউসুফ রাজা।
সমাবেশে বক্তারা, সরকারের কঠোর সমালোচনা করে নিরপে সরকারের অধিনে নির্বাচন দাবিসহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫ জানুয়ারী, ২০২৩