চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত


চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় জুনায়েদ আহমেদ (১৬) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শাহীবাগে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হয়।
নিহত জুনায়েদ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রামকৃষ্টপুরের নুফুর আলীর ছেলে ও  সরকারী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান বলেন; শাহীবাগে মোড়ে এক নারী পথচারীকে সাইড দিতে গিয়ে জুনায়েদ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে গুরতর আহত হয়। পরে স্থানীয়রা ২৫০ শয্যাবিশষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে রামেকে যাওয়ার পথিমধ্যে সে মারা যায়।'
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫ জানুয়ারী, ২০২৩