শিবগঞ্জ ও গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও গোমস্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত দুইজন হলেন, উপজেলার মোবারকপুর ইউনিয়নের গোয়াবাড়ি চাঁদপুর দণিপাড়া গ্রামের আশরাফুল ইসলাম আশার ছেলে দুলাল হোসেন (৩৫) ও গোমস্তাপুরের চৌডালা ইউনিয়নের দিয়াড় ইসলামপুর গ্রামের মৃত তাইজুদ্দিনের ছেলে তরিকুল ইসলাম (৪২)। রবিবার সকালে কানসাট-ভোলাহাট সড়কের ঘোষলাদহা ব্রীজ ও গোমস্তাপুরে উপজেলার শিমুলতলা এলাকায় এই দুর্ঘটনা দুটি ঘটে।
শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান; ‘সকালে দুলাল হোসেন তার নানার বাড়ি ঘোষলাদহা এলাকা থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি ফিরছিলেন। এ সময় কানসাট-ভোলাহাট সড়কের ঘোষলওদা ব্রীজ এলাকায় একটি ভটভটি  ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুলাল হোসেন মারা যান।’
অন্যদিকে; গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান; ‘ মোটরসাইকেল যোগে নিহত তরিকুল
রহনপুর থেকে নিজ বাড়ি চৌডালা যাওয়ার পথে যাত্রীবাহি বাস ধাক্কা দিলে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।’
আইনানুগ ব্যবস্থা নিয়ে পরিবারের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২ জানুয়ারী, ২০২৩