চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১ কেজি হেরোইন উদ্ধার


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকা থেকে ১ কেজি হেরোইন উদ্ধার করেছে বিজিবি। এছাড়াও পৃথক আরেকটি অভিযানে ৩৫ বোতল বিদেশী মদ ও ৫৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। তবে দু’টি ঘটনায় কাউকে আটক করতে পারেনি।
রবিবার রাতে শিবগঞ্জের বালিয়াদীঘি ও পিরোজপুর নামক স্থানে পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার করে।
চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ব্যাটালিয়ন (৫৯বিজিবি) এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, নিজস্ব তথ্যের ভিত্তিতে রাতে সোনামসজিদ বিওপির সীমান্ত পিলার ১৮৫/১৫-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বালিয়াদীঘি নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১ কেজি হেরোইন উদ্ধার করা হয়।
এদিকে অপর অভিযানে পিরোজপুর নামক স্থান থেকে মালিকবিহীন ৩৫ বোতল বিদেশী মদ এবং ৫৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এ দু’টি ঘটনায় আইন গত প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২ ডিসেম্বর, ২০২২