চাঁপাইনবাবগঞ্জে স্বাধীনতা শিক্ষক পরিষদের কমিটি গঠন


স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কমিটি গঠনের লক্ষে সোমবার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কামাল উদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ে এক কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মহাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিজুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন, স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান আলম সাজু। মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, জেলা কমিটির সভাপতি তারিক-ই-নূর জামাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, শিক্ষক সমিত চট্টোপাধ্যায় প্রমূখ।
পরে চৌহদ্দীটোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম জাকারিয়া সভাপতি ও কামাল উদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা বেগমকে সাধারণ সম্পাদক করে  ৬১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২ ডিসেম্বর, ২০২২