চাঁপাইনবাবগঞ্জে একটি বিদেশি পিস্তুলসহ চারজন আটক


চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর এলাকা থেকে শনিবার রাতে একটি বিদেশি পিস্তুল, দুটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি ও একটি মাইক্রোবাসসহ চারজনকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হলোÑ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাদারপুর ডিম ভাঙ্গা গ্রামের  রেজাউলের ছেলে ইসাহাক আলী (৩০), একই এলাকার মজিবুর রমানের ছেলে জনি ইসলাম (২২), শামছুল হকের ছেলে ফারুক হোসেন (৩৭) ও শিবগঞ্জ উপজেলার পিরোজপুর পশ্চিমপাড়া এলাকার মিন্টু মিয়া’র ছেলে জাকির হোসেন (৩৫)।
রবিবার সকালে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলায় র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা অভিযান চালায়। অভিযানে একটি বিদেশি পিস্তুল, দুটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি ও একটি মাইক্রোবাসসহ চারজনকে হাতেনাতে আটক করা হয়। তারা অবৈধ আগ্নেয়াস্ত্র ক্রয়ের উদ্দেশ্যে রাজশাহীর গোদাগাড়ী হতে চাঁপাইনবাবগঞ্জ  সীমান্তবর্তী এলাকায় আসে। সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে অস্ত্র ক্রয় করার সময় র‌্যাবের অপারেশন টিম ৪ জনকে আটক করে।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।

চাঁপানবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১ডিসেম্বর, ২০২২-১২