চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের মহনপুর ফাটাপাড়া গ্রামের একটি বাঁশ ঝাড়ের ভিতর থেকে ৪জনকে আটক করেছে র্যাব-৫। র্যাবের দাবি আটককৃতরা কিশোর গ্যাং’র সদস্য।
আটককৃতরা হল-সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের মোহনপুর ফাটাপাড়া গ্রামে হযরত আলীর ছেলে কিশোর গ্যাং লিডার পলাশ আলী (২০), একই গ্রামের মোবাউল হক মাসুদের ছেলে আব্দুল্লাহ আল মাহিদ (১৯), এমদাদুল হকের ছেলে তানভীর আহমেদ (২১) এবং মৃত আবুবক্করের ছেলে আল আমিন শাহিন (২০)।
রবিবার সন্ধ্যা দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব-৫ এক প্রেসনোটে জানায়, বর্তমান সময়ে উঠতি বয়সী ছেলেদের মাঝে, চুরি, ছিনতাই, চাঁদাবাজি সহ বিভিন্ন ধরনের অপকর্মের সাথে নিজেদের জড়ানোর প্রবনতা দিন দিন ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। এরই প্রেেিত র্যাবের একটি দল বালিয়াডাঙ্গার মহনপুর ফাটাপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে। এ সময় একটি কলকি ও তিন গ্রাম গাঁজা জব্দ করে।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে।
চঁাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫ ডিসেম্বর,২০২২
চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাং লিডারসহ ৪ জন আটক