আট দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন


জাতীয় সংসদে সাধারণ আসন ও সংরতি আসনে প্রতিনিধিত্ব নিশ্চিত করাসহ আট দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছে দলিত জনগোষ্ঠীর জনসাধারণ। বিশ্ব মানবিক মর্যাদা দিবস উপলে সোমবার সকালে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন-বিডিইআরএম চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন হয়।
সংগঠনটির জেলা সভাপতি ব্রম্ভানাথ ঠাকুরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা কমিটির সাধারণ সম্পাদক দেবসাগর ঠাকুর, সাংগঠনিক সম্পাদক পশুপতি দাস, উপদেষ্টা সাজেমান আলী ও গেদু মন্ডল, সহ-সম্পাদক অর্পিতা দাস, সদস্য অশোক রবিদাস, শোভা রানীসহ অন্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, জাতীয় সংসদে সাধারণ ও সংরতি আসনে দলিত জনগোষ্ঠীর সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে প্রস্তাবিত 'বৈষম্য বিলোপ আইন' দ্রুত প্রনয়ণ, বাজেটে দলিত জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির বরাদ্দ বাড়াতে হবে। এছাড়াও পরিচ্ছন্নতাকর্মীদের পেশাগত স্বাস্থ্যঝুঁকি বিশেষ বিবেচনায় নিয়ে তাদের সুরার সকল উপকরণ সরবরাহ করতে হবে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫ ডিসেম্বর,২০২২