শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত


চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কে শহিদুল ইসলাম (৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। নিহত শহিদুল  শিবগঞ্জ উপজেলার শ্যামপুর হাদিনগর গ্রামের আমানুল্লাহ মাস্টারের ছেলে।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ছত্রাজিতপুুর বাজারে এ ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, ভোরে শিবগঞ্জে ছত্রাজিতপুর বাজারে একটি ট্রলির সঙ্গে মোটরসাইকেলে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক শহিদুল গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫ ডিসেম্বর, ২০২২