শিবগঞ্জে ৭ হাজার কৃষক পেলেন হাইব্রিড-বোরো ধান বীজ ও সার


২০২২-২৩ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় শিবগঞ্জে ৭ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধান ও বোরো ধানের উচ্চ ফলনশীল উফশী জাতের ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব সার-বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুনাইন বিন জামানসহ স্থানীয় সরকারি কর্মকর্তারা।  

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫ ডিসেম্বর, ২০২২