শিবগঞ্জে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণকাজের উদ্বোধন
শিবগঞ্জে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানসমূহ সংরক্ষণ ও মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিপ্তরের তত্ত্বাবধানে ৪৪ লাখ ৮৩ হাজার টাকা ব্যয়ে সোনামসজিদ গণকবর সংলগ্ন এলাকায় এই নির্মাণকাজের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত, এলজিইডির উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবদুল মান্নান ও আবদুল হামিদসহ স্থানীয় বীরমুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫ ডিসেম্বর, ২০২২