শিবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল চালক নিহত


চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল চালক নিহত ও ১জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ও সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর এলাকায় দুর্ঘটনা ২টি ঘটে।
নিহতরা হলেন উপজেলার শ্যামপুর হাদিনগর গ্রামের আমানুল্লাহ মাস্টারের ছেলে শহিদুল ইসলাম (৩০) ও ছত্রাজিতপুর বড়মসজিদ এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে আসমাউল (২৩)।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, ভোর সাড়ে ৫টার দিকে শিবগঞ্জে  ছত্রাজিতপুর বাজারে একটি ট্রলির সঙ্গে মোটরসাইকেল মুখোমুখী সংঘর্ষ হয়। এতে গুরুত্বর আহত হন শহিদুল ইসলাম। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তিনি মারা যান।
অপর দিকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে মোটরসাইকেল যোগে আসমাউল ছত্রাজিতপুর এলাকার মহদিপুর মোড়ে পৌঁছালে সোনামসজিদ থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জ গামী ট্রাকের সঙ্গে তার মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান আসমাউল। এ ঘটনায় তার সঙ্গে থাকা মো. ফিরোজ আহমেদকে আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
ওসি আরো জানান, আইনি প্রক্রিয়ার শেষে মরদেহ ২ টি পরিবারের কাছে হস্তান্ত করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫ ডিসেম্বর, ২০২২