গত ২৪ ঘন্টায় চাঁপাইনবাবগঞ্জ জেলায় দুইজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। শনাক্ত দুইজনের বাড়ি সদর উপজেলায়। গতকাল সোমবার তারা জ্বর নিয়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে এলে তাদের রক্ত পরীা করে ডেঙ্গু জ্বর ধরা পড়ে। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাঃ এসএম মাহমুদুর রশিদ।
চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডাঃ এসএম মাহমুদুর রশিদ জানান, চলতি বছরের ১ জুলাই হতে ৫ ডিসেম্বর পর্যন্ত জেলায় ১০৭ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে ৭২ জন ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে, ১১ জন শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ১২ জন গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, চারজন নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সাতজন ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে।
তিনি আরো জানান, নতুন আক্রান্ত ২ জন ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে এখন পর্যন্ত ১০৪ জন চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে। ডেঙ্গুজ্বর থেকে বাঁচতে হলে বাড়ির আশপাশ পরিস্কার-পরিছন্ন রাখতে হবে। ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। জ্বর থাকলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। ১০৫ ডিগ্রী জ্বর থাকলে সরকারি হাসপাতালে রক্ত পরীা করে নিশ্চিত হয়ে চিকিৎসা নিতে হবে। সকলকে সরকারি নির্দেশনা মেনে চলার আহবান জানান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৬ ডিসেম্বর, ২০২২
চাঁপাইনবাবগঞ্জে ২ জন ডেঙ্গু রোগী শনাক্ত