গোদাগাড়ী সীমান্তে ১ কেজি ৬০০ গ্রাম হেরোইন উদ্ধার


রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে ১ কেজি ৬০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়,  নিজস্ব তথ্যের ভিত্তিতে রবিবার
দিবাগত রাতে গোদাগাড়ী বিওপির একটি বিশেষ টহলদল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৪১/৩-এস হতে আনুমানিক ০৬ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মাটিকাটা ইউনিয়নের মাটিকাটা গ্রামে মালিকবিহীন অবস্থায় ১ কেজি ৬০০ গ্রাম ভারতীয় হেরোইন উদ্ধার করা হয়।
এ ঘটনায় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫ ডিসেম্বর, ২০২২