নাচোলে ট্রেনে কাটা পড়ে একজন নিহত


চাঁপাইনবাবগঞ্জের নাচোল রেলওয়ে স্টেশন প্লাটফর্মের নিচে ট্রেনে কাটা পড়ে মো. হোসেন আলি ( ৬৫)  নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি নাচোল উপজেলার গুঠইল গ্রামের মৃত সাইফুদ্দিনের ছেলে।
আমনুরা জিআরপি পুলিশের এসআই আতোয়ার রহমান ও স্থানীয় সূত্র জানান, রবিবার সকাল পৌনে ১১টার দিকে নাচোল রেলওয়ে স্টেশন প্লাটফর্মের নিচে রেললাইন পার হচ্ছিলেন হোসেন আলী। এসময় রাজশাহী থেকে থেকে ছেড়ে আসা রহনপুরগামী কমিউটার ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।
তিনি আরো জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইননানুগ ব্যবস্থা নিয়ে পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হবে।    

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮ ডিসেম্বর, ২০২২