চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় টানা ৪০ দিন জামায়াতের সাথে নামাজ পড়ায় ১৩ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে। শনিবার এশারের নামাজের পর উপজেলার বারঘরিয়ার চামাগ্রামের মন্ডলপাড়া জামে মসজিদ তাদেরকে পুরস্কৃত করেন।
জানা গেছে; এস.এস.সি ২০২২ ব্যাচের শিার্থীদের টানা ৪০ দিন জাময়াতের সাথে নামাজ পড়ার জন্য পুরস্কৃত দেওয়া হবে। এমন খবরে ১৩ জন অংশ নেয় এই ধর্মীয় প্রতিযোগীতায়। তারা সবাই সফল ভাবে নিয়মানুযায়ী উত্তীর্ণ হয়। পুরস্কার স্বরুপ ওই ১৩ জনকে, ১ টি করে বাই সাইকেল, নগদ ৪ হাজার টাকা, পোষাক দেওয়া হয়। এছাড়াও আরও ৫ টি মাদ্রাসা ভ্রমণের সুযোগ দেওয়া হয়েছে। দিনণ ঠিক করে মসজিদ কমিটি তাদেরকে এই সুযোগ করে দিবেন।
আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন; মন্ডলপাড়া মসজিদ কমিটির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোশারফ করিম, সদস্য অহেদুল নবী ও মসজিদের ইমাম আব্দুল মজিদ প্রমুখ।
শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ শেষে তাদের সার্বিক মঙ্গল কামনায় দোয়া করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১০ ডিসেম্বর, ২০২২
বারঘরিয়ায় ৪০ দিন জামায়াতে নামাজ পড়ায় ১৩ শিক্ষার্থীকে পুরস্কৃত