চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ছাগল তাড়াতে গিয়ে ট্রেনে কাটা পড়ে স্বাধীন (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে নাচোল উপজেলারই কসবা ইউনিয়নের গোলাবাড়ি এলাকার দুরুল হোদার ছেলে।
শনিবার সন্ধ্যায় উপজেলার গোলাবাড়ি কোয়ার্টারপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
প্রতদর্শীরা জানান; 'কোয়ার্টপাড়ার রেল লাইনের উপরে ছাগল দাড়িয়ে ছিল। স্বাধীন ট্রেন আসতে দেখে ছাগলটিকে তাড়াতে গেলে রহনপুর-রাজশাহীগামী কমিউটার ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।'
আমনুরা রেলস্টেশনের মাষ্টার মির্জা কামরুল ঘটনাটি নিশ্চিত করে বলেন; ' সন্ধ্যায় ট্রেনে কাটাপড়ে এক যুবক মারা যায়। ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ পাঠানো হয়েছে।'
আমনুরা রেলওয়ে পুলিশের কর্মকর্তা আতোয়ার রহমানও ঘটনাটি নিশ্চিত করে বলেন; 'খবর পেয়ে ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইননানুগ ব্যবস্থা নিয়ে ওই যুবকের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।'
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১০ ডিসেম্বর,২০২২
নাচোলে ছাগল তাড়াতে গিয়ে ট্রেনে কাটা পড়ল যুবক