নাচোলে ছাগল তাড়াতে গিয়ে ট্রেনে কাটা পড়ল যুবক


চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ছাগল তাড়াতে গিয়ে ট্রেনে কাটা পড়ে স্বাধীন (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে নাচোল উপজেলারই কসবা ইউনিয়নের গোলাবাড়ি এলাকার দুরুল হোদার ছেলে।
শনিবার সন্ধ্যায় উপজেলার গোলাবাড়ি কোয়ার্টারপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
প্রতদর্শীরা জানান; 'কোয়ার্টপাড়ার রেল লাইনের উপরে ছাগল দাড়িয়ে ছিল। স্বাধীন ট্রেন আসতে দেখে ছাগলটিকে তাড়াতে গেলে রহনপুর-রাজশাহীগামী কমিউটার ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।'
আমনুরা রেলস্টেশনের মাষ্টার মির্জা কামরুল ঘটনাটি নিশ্চিত করে বলেন; ' সন্ধ্যায় ট্রেনে কাটাপড়ে এক যুবক মারা যায়। ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ পাঠানো হয়েছে।'
আমনুরা রেলওয়ে পুলিশের কর্মকর্তা আতোয়ার রহমানও ঘটনাটি নিশ্চিত করে বলেন; 'খবর পেয়ে ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইননানুগ ব্যবস্থা নিয়ে ওই যুবকের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।'

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১০ ডিসেম্বর,২০২২