মহানন্দায় মিললো ২০ কেজির বোয়াল মাছ, ২৫ হাজারে বিক্রি


চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদী থেকে ২০ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে। শুক্রবার বিকালে শেখ হাসিনা সেতুর নিচে মাছ ব্যবসায়ী আব্দুল মতিনের বড়শিতে এই মাছটি ধরা পড়ে।
আব্দুল মতিন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রাজরামপুর এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন মাছ ব্যবসায়ী।
আব্দুল মতিন বলেন; প্রতিদিনের মতোই আজকেও মহানন্দায় মাছ ধরতে গেছিলাম। বড়শি ফেলার সাথে সাথে মাছটি আটকে যায়। এই মাছটি ডাঙায় তুলতে গিয়ে আমাকে আধাঘণ্টা ধরে কসরত করতে হয়। এমনকি মাছটি তুলতে গিয়েও আমার হাতের আঙ্গুলে চোটও লেগেছে।'
পরে আব্দুল মতিন রাজরামপুর এলাকায় বিশাল এই মাছটি নিয়ে আসলে একই এলাকারই বাসিন্দা আবু বক্কর এই মাছটি কেনেন। মাছটির দাম প্রথমে ৩৫ হাজার টাকা হাঁকা হলেও তিনি কিনেন ২৫ হাজার টাকা।



আবু বক্কর  বলেন; ' আমার এলাকারই মাছ ব্যবসায়ী আঃ মতিন মহানন্দা নদীতে মাছ ধরতে গিয়ে তার বড়শিতে ২০ কেজির বোয়াল মাছ আটকে যায়। পরে তিনি এলাকায় মাছটি নিয়ে আসলে আমি ২৫ হাজার টাকায় কিনে নিই। এই মাছটি শুধু আমি একাই নয়, এলাকাবাসীকে নিয়েই খাব।'

এদিকে বড় মাছটি নিয়ে আসলে এলাকাজুড়ে কৌতহল সৃষ্টি হয়। এলাকাবাসীরা মাছটিকে দেখতে ভিড় করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫ নভেম্বর, ২০২২