শিবগঞ্জে নিজ ভটভটির নিচে চাপা পড়ে মানুরুদ্দিন (৫০) নামে এক চালক নিহত হয়েছেন। নিহত ব্যক্তি উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের চাকলা গ্রামের মৃত মাজেদ আলীর ছেলে। বৃহস্পতিবার দুপুরে কানসাট-ভোলাহাট আঞ্চলিক সড়কের মোবারকপুর এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে ভটভটিযোগে ছাগল নিয়ে নিজ এলাকা থেকে কানসাট যাচ্ছিলেন মানুরুদ্দিন। এ সময় মোবারকপুর মাঝটোলায় পৌঁছালে বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যান। এতে ভটভটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪ নভেম্বর, ২০২২
শিবগঞ্জে ভটভটির নিচে চাপা পড়ে চালক নিহত