চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কিচনী দোহা এলাকা থেকে শুক্রবার ২কেজি ৪শ’ ৫০ গ্রাম হেরোইনসহ একজনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। আটককৃত ব্যক্তি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ শহরের হুজরাপুরের মৃত মুন্টু লাল চৌধুরীর ছেলে প্রশান্ত লাল চৌধুরী (২৫)।
শুক্রবার রাতে গণমাধ্যমকে পাঠানো র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ধ্যার দিকে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কিচনী দোহা এলাকায় অভিযান চালায়। অভিযানকালে ২ কেজি ৪শ’ ৫০ গ্রাম হেরোইনসহ প্রশান্ত লাল চৌধুরীকে হাতেনাতে আটক করা হয়।
ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, উদ্ধারকৃত হেরোইন চরবাগডাঙ্গা এলাকা হতে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে তার নিজ হেফাজতে রাখে। চাঁপাইনবাবগঞ্জ শহরে হস্তান্তরের জন্য যাওয়ার প্রাক্কালে র্যাবের টহল দল তাকে আটক করে।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬ নভেম্বর, ২০২২
চাঁপাইনবাবাগঞ্জে ২ কেজি ৪৫০ গ্রাম হেরোইনসহ একজন আটক