চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড


চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে স্বামী কুবেদ আলীকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জারিমানা করা হয়। সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রবিউল ইসলাম এই দন্ডাদেশ প্রদান করেন।
মামলার এজাহারের বরাত দিয়ে অতিরিক্ত পিপি রবিউল ইসলাম জানান, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মধ্যখড়কপুর এলাকার মুশরিভুজা গ্রামের সুলতান আলীর ছেলে কুবেদ আলীর সঙ্গে গোমস্তাপুর উপজেলার ব্রজনাথপুর গ্রামের মহাসীন আলীর মেয়ে আয়েশা বেগমের বিয়ে হয়। বিয়ের ৩ বছরের মাথায় ২০১৯ সালের ৮ জুলাই পারিবারিক কলহের জের ধরে ঝগড়ার এক পর্যায়ে কুবেদ হাসুয়া দিয়ে আয়েশার গলায় কোপ দেয়। এতে ঘটনাস্থলেই আয়েশার মৃত্যু হয়। এঘটনায় তার ছোট ভাই মোহাম্মাদ মসুলিম ভোলাহাট থানায় বাদি হয়ে হত্যা মামলা দায়ের করে। মালার তদন্ডকারী কর্মকর্তা উপ পরিদর্শক রাজু আহম্মেদ ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করেন। মামলার স্বাক্ষ্যগ্রহণ ও শুনানী শেষে আসামীর উপস্থিতিতে আদালত এই দন্ডাদেশ প্রদান করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮ নভেম্বর, ২০২২