নাচোলে আম চোর সন্দেহে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ২


চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আম চোর সন্দেহে শুকুদ্দি (৫৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কসবা ইউনিয়নের খান্দুরা গ্রামের একটি কাটিমন আমের বাগানের এই ঘটনা ঘটে।
এ ঘটনার সঙ্গে জড়িত ওই বাগানে দুই পাহারাদারকে আটক করেছে পুলিশ। মৃত শুকুদ্দি জেলার গোমস্তাপুর উপজেলার গরিপুর এলাকার মৃত ফাইজ উদ্দিনের ছেলে।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান জানান, ‘স্থানীদের দাবি মৃত শুকুদ্দিসহ অজ্ঞাত আরও ৩-৪ জন আম বাগানে ঢুকলে বাগানের যোগানদারেরা তাদের চোর সন্দেহে ধাওয়া করেন। এ সময় শুকুদ্দির সহযোগীরা পালিয়ে গেলেও, তাকে যোগানদারারা ধরে ফেলে এবং শুকুদ্দিকে মারধোর করেন। একপর্যায়ে সে বাগানে মারা যায়’।
ওসি আরও জানান, পরে বুধবার সকালে খবর পেয়ে পুলিশ বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত ওই বাগানে দুই পাহারাদার আসাদুজ্জামান শামীম ও হাসান আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬ নভেম্বর, ২০২২

,