গোমস্তাপুরে অস্ত্রসহ মধুমতি’র মাসুদ আটক
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর চৌডালা ব্রিজ এলাকা থেকে বৃহস্পতিবার সকালে একটি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ মাসুদ রানা (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। আটক মাসুদ স্থানীয় এনজিও মধুমতি উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও শিবগঞ্জের শিবনারায়নপুর এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, সকালে গোমস্তাপুরের চৌডালা ব্রিজর টোলঘরের সামনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে চেকপোষ্ট বসিয়ে পুলিশ অভিযান চালায়। অভিযানকালে চৌডালা বেলাল বাজার দিক থেকে দ্রুত গতিতে আসা একটি মটরসাইকেল চালক মাসুদ রানাকে আটক করে। পরে তার কাছ থেকে পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় গোমস্তাপুর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭ নভেম্বর, ২০২২