৭ই নভেম্বর ঐতিহাসিক সিপাহী-জনতার অভ্যুত্থান দিবস পালন


৭ই নভেম্বর ঐতিহাসিক সিপাহী-জনতার অভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলে সোমবার র‌্যালি ও আলোচনা সভা করেছে কর্ণেল তাহের সংসদ ও জাসদ ছাত্রলীগ।
দুপুরে শহরের নিমতলা জেলা জাসদের দলীয় কার্যালয়ে কর্ণেল তাহের সংসদের আয়োজনে সংসদের সভাপতি নিয়ামুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জাসদের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও জেলা জাসদের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির, জেলা জাসদের সহ-সভাপতি আব্দুল হামিদ রুনু, কর্ণেল তাহেল সংসদের সাধারণ সম্পাদক আবু হেনা বাবলু, উপজেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি শরিফ হোসেন, পৌর জাসদ সভাপতি গোলাম মোস্তফা সবুর, জেলা যুবজোট সভাপতি তরিকুল ইসলাম, পৌর যুবজোটের সভাপতি গোলাম মোহাম্মদ শহিদ, জেলা জাসদের সদস্য হেলাল উদ্দিন, বাবর আলী, কেন্দ্রীয় জাসদ ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল মজিদ।
এদিকে জেলা জাসদ ছাত্রলীগের উদ্যোগে সিপাহী-জনতার অভ্যুত্থান দিবসে বিােভ মিছিল বের করে। মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল মজিদ, জেল ছাত্রলীগের সভাপতি শামিম হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক মোজাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন আকাশসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৭ নভেম্বর, ২০২২