চাঁপাইনবাবগঞ্জে মশক নিধন কর্মসুচির উদ্বোধন


চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বিশেষ অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক একেএম গালিভ খান।
এসময় চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক আহম্মেদ মাহবুবুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক আনিছুর রহমানসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন আলী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও পরিচ্ছন্নতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ডেঙ্গু রোগের বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে জেলা প্রশাসক জানান, এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অভিযানকে সফল করতে জনগনকেও এগিয়ে আসতে হবে এবং সচেতন হতে হবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৭ নভেম্বর, ২০২২