শিবগঞ্জে ১হাজার ৩৫০ লিটার চোলাই মদসহ ২ জন আটক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১ হাজার ৩৫০ লিটার চোলাই মদ দুজনকে আটক করেছে র্যাব। আটককৃতরা হলেন- উপজেলার সরকারপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে সহিদুল ইসলাম (৩৬) ও আইন্দাপুকুর নওদাপাড়ার রফিকুল ইসলামের স্ত্রী অজনুর বেগম (৩৫)।
র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল শিবগঞ্জে আইন্দাপুকুর নওদা পাড়াস্থ মোঃ রফিকুল ইসলামের বসত বাড়ীতে অভিযান চালায়। এ সময় ১ হাজার ৩৫০ লিটার চোলাই মদসহ দুজনকে আটক করা হয়।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২ নভেম্বর,২০২২