চাঁপাইনবাবগঞ্জ শহরের বাতেন খাঁর মোড়ে মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত বিএনপির কর্মসুচিতে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে।
ঘটনাস্থলে তাৎক্ষনিক পুলিশ এসে ধাওয়া করলে বিএনপির নেতাকর্মী ও দুর্বৃত্তরা পালিয়ে গেলে বিক্ষোভ সমাবেশ পন্ড হয়ে যায়। এসময় আতিক হাসান ও আনারুল নামের দু বিএনপি কর্মীকে আটক করে পুলিশ।
পরে বিএনপি নেতা ওবাইয়েদ পাঠানের অফিসে পুলিশ তল্লাশি চালিয়ে ৮টি অবিষ্ফরিত ককটেল উদ্ধার করা হয় বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ ওসি একেএম আলমগীর জাহান।
বিএনপি নেতাদের অভিযোগ, কর্মসূচি পালনের শুরুতেই হটাৎকরে দু' দিক থেকে অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা হামলা চালায়।
এদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানীহাটি এলাকায় সন্ধ্যায় অভিযান চালিয়ে পুলিশ বিএনপির ১৫ জন নেতাকর্মীকে আটক করে এবং ৭ টি ককটেল উদ্ধার করে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২ নভেম্বর,২০২২
চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সমাবেশে দুর্বৃত্তদের হামলা, ১৭ নেতাকর্মী আটক ১৫ ককটেল উদ্ধার