৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে শিবগঞ্জে এনজিওর মালিকসহ ৬জন আটক


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় গ্রাহকের ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এক এনজিওর মালিক, এরিয়া ম্যানেজার ও ব্রাঞ্চ ম্যানেজারসহ ৬ জনকে আটক করেছে র‌্যাব । এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার পাশ বই, ৩টি ব্লাংক চেক ও ২৪টি সীল জব্দ করা হয়।
বুধবার বিকালে শিবগঞ্জের নয়ালাভাঙ্গা ইউনিয়নের কমলাকান্ত গ্রামস্থ প্রগ্রেসিভ স্টার সোসাইটি (পি.এস.এস) সংস্থার অফিস থেকে তাদের আটক করা হয়।
র‌্যাবের হাতে ধরা পড়া ব্যক্তিরা হলেন; শিবগঞ্জের সাবেক লাভাঙ্গা গ্রামের মৃত সবের আলীর ছেলে ও এনজিওর মালিক, আব্দুস সামাদ (৪৫), রশিকনগর গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে মোঃ জামাল উদ্দিন (২৩), নয়ালাভাঙ্গা এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে মাহফুজুর রহমান (২২), হরিনগর গ্রামের  মৃত এনামুল হকের ছেলে মোঃ জুয়েল আলী (২৪) নয়ালাভাঙ্গা শিরোটলা এলাকার মোবারক আলীর ছেলে গোলাম রাসেল (২৫) ওথানা-গোদাগাড়ীর নলিতনগর গ্রামের মৃত মুক্তার হোসেনের ছেলে আলমগীর হোসেন (৩৫)।
রাতে  গণমাধ্যমকে পাঠানো র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়; আটকৃকরা দীর্ঘদিন ধরে প্রতারনা করে গ্রামের সহজ সরল মানুষের টাকা গ্রহণ করে অধিক মুনাফা দেয়ার লোভ দেখিয়ে প্রগ্রেসিভ স্টার সোসাইটি (পি.এস.এস) নামে একটি ভূয়া এনজিও প্রতিষ্ঠা করে। ওই এনজিওতে বিভিন্ন গ্রাহককে অধিক মুনাফার লোভ দেখিয়ে অসহায় লোকদের টাকা বিনিয়োগ এবং টাকা ঋণ নেয়ার উত্তসাহ দেয়। পরে গ্রাহকরা ওই এনজিওতে টাকা জমা রাখেলে, তারা ৬ কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়।
ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভূক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে র‌্যাব চাঁপাইনবাগঞ্জের চৌকষ গোয়েন্দা দল দীর্ঘদিন ধরে তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে প্রগ্রেসিভ স্টার সোসাইটি (পি.এস.এস) এর মালিক, এরিয়া ম্যানেজারসহ প্রতারক চক্রের ৬ জন সক্রিয় সদস্যকে আটক করা হয়।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪ নভেম্বর, ২০২২