চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন


চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় সবুর (২৩) নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। একইসাথে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাস কারাদন্ডের আদেশ দেয়া হয়।
সোমবার অতিরিক্ত দায়রা জজ রবিউল ইসলাম আসামীর অনুপস্থিতিতে এই রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত সবুর শিবগঞ্জ উপজেলার জমিনপুর গ্রামের মৃত ময়মুর রহমানের ছেলে। মামলার  আরেক আসামী শিবগঞ্জের কিরণগঞ্জ গ্রামের মোজাফফর আলীর  ছেলে মন্টুকে খালাস দিয়েছে আদালত।
অতিরিক্ত পিপি রবিউল ইসলাম রবু জানান, ২০১৭ সালের ২৬ ফেব্রুয়ারী শিবগঞ্জের কানসাট পখুরিয়া এলাকার একটি আমবাগানে পুলিশ অভিযানে একশত (১০০) গ্রাম হেরোইনসহ  আটক হয় সবুর। এ  ব্যাপারে একইদিন মামলা করেন শিবগঞ্জ থানার উপপরিদর্শক জাফর ইকবাল। মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার উপপরিদর্শক শহীদুল ইসলাম ২০১৭ সালের ৩১ মার্চ আদালতে  চার্জশীট দাখিল করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২১ নভেম্বর, ২০২২