চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় ভাসমান লাশ উদ্ধার


চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয়ের একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়ার মাল বাগডাঙ্গা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়দের বরাত দিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) মাহফুজ চৌধুরী বলেন; পদ্মা নদীতে স্থানীয় লোকজন একজনের লাশ দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দিলে বিকেলে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। লাশটির নাম পরিচয় কিছুই জানা যায়নি। তার পরিচয় শনাক্তের জন্য ডিএনএ পরিক্ষা করা হবে।
তিনি আরও বলেন; ওই অজ্ঞাত লাশটি উদ্ধার করার পর সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০ নভেম্বর, ২০২২