চাঁপাইনবাবগঞ্জে ছেলের ধাক্কায় বাবার মৃত্যু


চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গায় পারিবারিক কলহের জের ধরে ছেলে ধাক্কায় আব্দুল বারি (৫৪) নামে এক পিতার মৃত্যু হয়েছে। সে চর বাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি মুন্না পাড়া  মৃত মোহাম্মদ হোসেনের ছেলে।
এ ঘটনায় ছেলে শাহিন আলীকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আলমগীর জাহান জানান, রবিবার দিবাগত রাতে চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি গ্রামের আব্দুল বারির ছেলে শাহিন আলী তার বড় ভাবীকে গালিগালাজ করছিল। এসময় আব্দুল বারি শাহিনকে বাধা দিলে ধস্তাধস্তি শুরু হয়।  ধস্তাধস্তিতের এক পর্যায়ে শাহিন তার পিতা আব্দুল বারিকে ধাক্কা দিলে সে পড়ে গিয়ে নাকের পাশে আঘাত প্রাপ্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। তার কিছুণের মধ্যেই বারী মারা যায়।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে নিয়ে এসেছে।
এঘটনায় আব্দুল বাড়ির বড় ছেলে ফারুক হোসেনের স্ত্রী আল হামরা বাদি হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা করেছে। সোমবার বিকেলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৭ নভেম্বর, ২০২২