চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের নেতৃত্ব গেল আনন্দ-আশিকের হাতে


জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের আংশিক নতুন কমিটির ঘোষণা করা হয়েছে। কমিটিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ডা. সাইফ জামান আনন্দ ও সাধারন সম্পাদক পদে আশিকুজ্জামান আশিককে দায়িত্ব দিয়ে এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য এই কমিটির অনুমোদন দেন। তাদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকহারে ছড়িয়ে পড়ে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়; চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের আংশিক কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়াও ওই বিজ্ঞপ্তিতে ইউসুফ আলী, সাব্বির হোসেন ও শফিউল ইসলাম স্বজনকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে অনুমোদন দেন।
এর আগে ৩০ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে আয়োজন করে জেলা ছাত্রলীগের পদ প্রত্যাশীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করা হয়। এদিনে সভাপতি পদে ৮ জন ও সাধারণ সম্পাদক পদে ১৫ জন জীবনবৃত্তান্ত জমা দেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৭ নভেম্বর, ২০২২