চাঁপাইনবাবগঞ্জে র্যাব ও বিজিবির পৃথক দু’টি অভিযানে ১০ হাজার ৪শ’ ৭০ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে। তবে এ ঘটনায় র্যাব এজজনকে আটক করলেও বিজিবি কাউকে আটক করতে পারেনি।
আটক বদিউর (৫৩) শিবগঞ্জ উপজেলার উজিরপুরের মৃত আয়েস আলীর ছেলে।
রহনপুর ব্যাটালিয়ন (৫৯বিজিবি) এর এক বিজ্ঞপ্তিতে জানায়, নিজস্ব তথ্যের ভিত্তিতে রবিবার রাতে সোনামসজিদ বিওপির সীমান্ত পিলার ১৮৫/৩-এস হতে আনুমানিক ১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে পিরোজপুর নামক স্থানে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন ৯ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা আনুমানিক মূল্য-২৮ লক্ষ ৫০ হাজার টাকা।
এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
অন্যদিকে র্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, রবিবার রাতে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা জেলার শিবগঞ্জ উপজেলার রানিহাটি হল মোড় এলাকায় অভিযান চালায়। অভিযানে ৯শ’ ৭০ পিস ইয়াবাসহ বদর আলী @ বদিউর’কে হাতেনাতে আটক করে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৭ নভেম্বর, ২০২২
শিবগঞ্জে দু’টি অভিযানে ১০ হাজার ৪৭০ পিস ইয়াবাসহ একজন আটক