চাঁপাইনবাবগঞ্জে করোনাভাইরাসের কারণে বন্ধ হওয়া সকল ট্রেন চালুর দাবিতে রবিবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জাসদ। সকালে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন প্লাটফর্মে সদর উপজেলা ও পৌর জাসদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় সহ-সম্পাদক ও জেলা জাসদের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির, সহ-সভাপতি আব্দুল হামিদ রুনু, জেলা ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক নিয়ামুল হক, সদর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক কামরুল হক বাবলু,পৌর জাসদের সাধারন সম্পাদক তরিকুল ইসলাম, জেলা জাসদ ছাত্রলীগের সভাপতি আব্দুল মজিদ।
সমাবেশে বক্তারা চাঁপাইনবাবগঞ্জে করোনার সময় বন্ধ হয়ে যাওয়া ৫৬৩-৫৬৪, ৫৬৫-৫৬৬,৫৮২-৫৮৩ নং ট্রেন ও সাটল-১, সাটল-২ সাটল-৩, সাটল-৪ ট্রেন চালুসহ জেলার সকল রুটে আন্তঃনগর ট্রেন চালুর দাবি জানান।
মানববন্ধন শেষ একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণকরে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের মাধ্যমে রেলমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০ নভেম্বর, ২০২২
বন্ধ ট্রেন চালুর দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন