গোমস্তাপুরে সেনাবাহিনীতে চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে একজন আটক


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সেনাবাহিনীতে চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে একজনকে আটক  করেছে র‌্যাব। সেই সঙ্গে ভূয়া নিয়োগপত্র বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে। আটক হওয়া ব্যক্তি  গোমস্তাপুর উপজেলার লক্ষ্মীনারায়ণপুর (বৈরতলা) গ্রামের মৃত এরফান আলীর ছেলে মো. মুনিরুল ইসলাম (৫৭)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় গোমস্তাপুর বাস স্ট্যান্ড এলাকার ইসলামীয়া হাসপাতালের সামনে অভিযান চালায়।  এ সময়  সামরিক বাহিনীতে চাকরি দেয়ার নামে প্রতারণা করে টাকা আদায় করার অভিযোগে মো. মুনিরুল ইসলামকে আটক  করা হয়। পরে তার কাছ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক (স্টোর কিপার) পদে ভর্তির ভূয়া নিয়োগপত্র এক কপি, মোবাইল ফোন একটি, সীমকার্ড একটি, ব্ল্যাংক চেক একটি, ভূয়া সীল তিনটি, এবং স্ট্যাম্প প্যাড একটি জব্দ করা হয়। একজন ভূক্ত ভোগীর অভিযোগের বরাত দিয়ে র‌্যাব জানায়, মো. মুনিরুল ইসলাম বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি দেয়ার নাম করে ভূক্তভোগীকে ভূয়া নিয়োগপত্র দিয়ে তার কাছ হতে বারো লক্ষ টাকা হাতিয়ে নেন।
এ ব্যাপারে গোমস্তাপুর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে র‌্যাব জানিয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০ নভেম্বর, ২০২২