স্থগিত থাকা চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ২টি সংরতি ও ৫টি সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ভোটগ্রহণ শুরু হয়েছে। ইভিএম-এ সকাল ৯টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলবে দুপুর ২টা পর্যন্ত।
এই নির্বাচনে সহকারী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান জানান, ৫ উপজেলার ৫ টি ভোট কেন্দ্রের ১০টি ভোটকে ভোট গ্রহণ করা হচ্ছে মোট ৬৫৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এতে ২ টি সংরতি ওয়ার্ডে ৫ জন ও ৫ টি সাধারণ ওয়ার্ডে ২০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রুহুল আমীন একমাত্র প্রার্থী হওয়ায় ইতোমধ্যে তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, প্রতি উপজেলায় র্যাবের একটি করে টহল দলের পাশাপাশি প্রতি কেন্দ্রে ২০ জন পুলিশ ৬ জন আনসার সদস্য কাজ করছেন। এছাড়া প্রতিটি কেন্দ্রে ১ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৫ কেন্দ্রের জন্য ১ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৪ নভেম্বর, ২০২২
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু