চাঁপাইনবাবগঞ্জে শিক্ষক দিবস পালিত


চাঁপাইনবাবগঞ্জে শিক্ষক দিবস উপলে র‌্যালি ও সমাবেশ করছে শিক্ষকরা । বৃহস্পতিবার সকালে শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি করে একই স্থানে গিয়ে সমাবেশে মিলিত হয়।
নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্য ও শিক্ষক দিবস  উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. শংকর কুমার কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার ও শিক্ষক দিবস উদযাপন কমিটির সদস্য সচিব আব্দুর রশিদ।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গোলাম মোরশেদ, আজাইপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা স্বাধীনতা শিক পরিষদের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবির, চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ মহিলা ফাযিল মাদ্রাসার সুপার আব্দুল্লাহ হিল কাফি, নবাবগঞ্জ টেকনিকেল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের শিক্ষক জিয়াউর রহমান বিশ্বাস।
এ সময় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭ অক্টোবর, ২০২২