চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের প্রতিক বরাদ্দ


উচ্চ আদালতে মামলার কারণে স্থগিত হওয়া চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে বৃহস্পতিবার প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে।  
জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান জানান, সকালে জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক একেএম গালিভ খান চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থী ও প্রার্থীদের প্রতিনিধিদের উপস্থিতিতে প্রতিক বরাদ্দ করেন। চাঁপাইনবাবগঞ্জের ৫ টি সাধারণ ওয়ার্ডের ২০ জন ও ২টি সংরক্ষিত আসনের ৫ জন সদস্যকে নির্ধারিত  প্রতিক দেয়া হয়।  
এদিকে, চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত রুহুল আমীন মাত্র একজন প্রার্থী থাকায় তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। 

অন্যদিকে প্রতিক পেয়ে প্রার্থীরা প্রচার-প্রচারণা শুরু করেছে।
উল্লেখ্য, আইনী জটিলতা শেষে স্থগিত হওয়া নির্বাচনটি আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠানের জন্য গত ২৬ অক্টোবর নির্বাচন কমিশনের উপ সচিব নির্বাচন পরিচালনা- ২ মোঃ আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পত্রে নির্দেশনা দেয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭ অক্টোবর, ২০২২