চাকুরি জাতীয়করণের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে গ্রাম পুলিশদের মানববন্ধন


গ্রাম পুলিশদের চাকুরি জাতীয়করণের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে গ্রাম পুলিশ সদস্যরা মানববন্ধন ও সমাবেশ করেছে।  বৃহস্পতিবার বেলা ১১ টায় বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
এ সময় চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন ইউনিয়নে কর্মরত গ্রাম পুলিশরা মানববন্ধনে অংশ নেন। প্রায় ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসুচি চলাকালে অনুষ্ঠিত সংপ্তি সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় মহাসচিব এমএ নাছের আহমেদ, রাজশাহী জেলা সভাপতি আতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক নজরুল ইসলাম, সাবেক সভাপতি আব্দুল হান্নান।
সমাবেশে বক্তারা, গ্রামীণ আইন শৃংখলা কাজে নিয়োজিত গ্রাম পুলিশ সদস্যরা দিনরাত প্রায় ৭০ ধরণের কাজ করে থাকেন। কিন্তু শ্রম অনুযায়ী শ্রমের নায্যমূল্য থেকে বঞ্ছিত তারা। গ্রাম পুলিশ সদস্যরা তাদের পরিবার নিয়ে মানবেতন জীবনযাপন করছেন উল্লেখ করে চাকুরি জাতীয়করণের দাবি জানান।
পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭ অক্টোবর, ২০২২