জাতীয়তাবাদী যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা যুবদলের আয়োজনে শহরের পাঠানপাড়া মোড়স্থ বিএনপি কার্যালয়ে সামনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা কৃষকদলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা আলহাজ্ব শামসুল হক, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল বারেক, আ.ক.ম সাহেদুল আলম বিশ্বাস পলাশ, জেলা যুবদলের সভাপতি তাবিউল ইসলাম তারিফ ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান অনু, ছাত্র নেতা মিম ফজলে আজিম, শহীদ হোসেন রানা।
সভায় সরকারের কঠোর সমালোচনা করে বক্তরা বলেন দেশে গণতন্ত্র হারিয়ে গেছে। মানুষ তার ন্যায় বিচার থেকে বঞ্চিত। আমাদের 'মা' (বেগম খালেদা জিয়া) কে সরকার অন্যায় ভাবে আটকে রেখেছে। বেগম খালেদা জিয়া আমাদের মাঝে ফিরে আসলে গণতন্ত্র ফিরে আসবে।
পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭ অক্টোবর, ২০২২
চাঁপাইনবাবগঞ্জে যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত