চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালিত


‘কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র, শান্তি শৃংখলা সর্বত্র’’ এই প্রতিপাদ্যেকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। শনিবার সকালে শিবগঞ্জ থানার উদ্যোগে থানা চত্বর থেকে সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভা বক্তব্য রাখেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত, শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ।


এদিকে জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে পুলিশ সুপার কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদণি করে। পরে নবাবগঞ্জ কাব মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আতোয়ার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্য প্রফেসর ড. শঙ্কর কুমার কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার ফজল ই খুদা, কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য সচিব মোখলেসুর রহমান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডা. গোলাম রাব্বানী।
এ সময় উপস্থিত ছিলেন নবাব অটো রাইস এন্ড ফিড মিলস লিমিটেড’র চেয়ারম্যান আলহাজ¦ আকবর হোসেন, সদর উপজেলা আ’লীগের সভাপতি আজিজুর রহমান, জেলা আ’লীগের দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন, পৌর আ’লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ।
সভায় কমিউনিটি পুলিশিং এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯ অক্টোবর, ২০২২